প্রেম কি গো বসন্ত উৎসব
যৌবনের
একদিন ক্ষণকালের,
লতায়-পাতায় যেমন জড়াজড়ি
তারপর আবার ছাড়াছাড়ি-
চলে গেলে মৃদু
হাওয়ার দূরন্ত উচ্ছ্বাস?


যখন রোদেলা দুপুরে
উচ্ছল শব্দে নুপুরে
ভাঙ্গে ঘুম অলস মন,
যখন স্বপ্নে মায়া হয়ে
চোখে লেগে থাকে
তার চোখ সারাদিন,
যখন চুম্বনঘন কম্পন
শরীরের সমস্ততায়
ছড়িয়ে পড়ে পলকে,
বুকের কাছে হাতটি
ছিল কি না মনে নেই আর।


প্রেম কি এসেছিল তখন
ধরণা ধরে যৌবনের?
সে কোন আসে আর যায়?
হাসে ফিরে চায়?
ভালোবেসে কেন থাকে না জীবনে
অনন্তকাল? সে কি কুহেলিকা-
কেবল মায়া ছাড়া কিছু না!
বসন্তে দেখা দেয়, শীতে চলে যায়?


ইস্কাটন, ঢাকা, রাত, ১৭ মে’১৭