মা তোর আঁচল তলে দে গো বসিবার
মা তোর বদন ধরে কাঁদিবার দে গো অধিকার
মা তোর শ্যামল কোমল মায়া ছায়ে
নয়নের জলে আজ দে মোরে ভাসিবার।
গেহখানি দগ্ধ হলো যে
দেহখানি শূণ্য মিশিছে,
প্রাণ আজ বড় তাপে
তোরে মা দে বার’ ভালোবাসিবার।
পাষাণ-হৃদয় দহে
ভাঙিছে মোহ মোহে
দিশাহীন- নেশা চোখে
কিছুই করিবার নেই আর অবসর।
পরাণে টানিয়া লও- কোলের ‘পর
মাটির গন্ধ ভরি- শ্মশানে মিশিবার
মা তোর কোলজুড়ে জড়া- হে অপার নীলিমার
মা তোর বদন ধরে কাঁদিবার দে রে অধিকার ॥


২৫ মার্চ’১৭, মিরপুর, সকাল