যে কথায় বিগলিত হয় হৃদয় শান্তিতে
চৈত্রে শীতল জলের মতো,
যে চাহনীতে জেগে উঠে প্রেম- সুন্দর
বসন্তের বিচিত্র রঙে যতো,
যে স্পর্শ স্বর্গকে ছুঁয়ে যায় নিমিশে
অনাবিল আনন্দে,
এখনও অপেক্ষায় কি মন তার জন্যে,
তার পরশ-সুগন্ধে?
তবু ভাবি- সে কী আসবে কখনও ফিরে
এই ভাঙা মন-মন্দিরে?
সে কী বুঝবে জ্বালা-
জ্বলছি যে বিদগ্ধ অন্তরে?
সে কী নারী রূপে শাড়ি পড়ে সেদিন
লাল টিপ দিয়ে কপালে দাঁড়াবে সমুখে?
নাকি ঋতু হবে ষড়শী বাংলার-
ঝড় হবে- উজার করবে সব বৈশাখে?


মিরপুর, ঢাকা, দুপুর, ৯ জুন’১৭