আমি সব- সব- সব সইতে পারি-


সকালে নাস্তা না করে বিকেল অবিদ্ব মৃতের মত পড়ে থাকতে পারি
ঘরে খাবার না থাকলে হাতকে উনুনে দিয়ে পুড়িয়ে সিদ্ধ করতে পারি
মাইলের পর মাইল খালি পায়ে মেঠরাস্তায় হেঁটে নিস্তেজ হতে পারি
আগমন পথে তোমার দেহের সমস্ত তাজা রক্ত ঢেলে গালিচা সাজাতে পারি


আমি সব পারি- সব পারি, কেবল তোমার অবহেলা সইতে পারি না।


ঘৃণা কর ক্ষতি নেই, ভালো না বাসো ক্ষতি নেই
ক্ষতি নেই কারও হাত ধরে যদি হাটো দীর্ঘ পথ
কেবল অবহেলা সইতে পারি না, আমি অবহেলা-
অবহেলা করো না প্লিজ।


আমি- ভালোবাসা পেলে জীবনকে ফানুসের মতো উড়িয়ে দিতে পারি পলকে
ভালোবাসার পাগল আমি জগতের, কাঙ্গাল হয়ে আছি ভালোবাসার
তার মানে এই নয় যে, তুমি যখন তখন ভালোবাসার সুযোগে তাচ্ছিল্য করবে
তুচ্ছ করবে আমাকে। মন চাইলে মনে রাখবে, মন চাইলে ভুলে যাবে
আমি যে তা সইতে পারি না, সইতে পারব না।


বন্ধু, আমি সব সইতে পারি- কেবল অবহেলা পারি না।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৩ জুন’১৭