হৃদয়হীন এ শহর একদিন ধ্বংস হবে
একদিন শেয়াল কুকুরের আস্তানা হবে
এই বড় বড় প্রাসাদ- সংসদ কোর্ট চত্ত্বর,
চাঁদের আলোয় আকাশে উড়বে শকুন
তখনও প্রানের অস্তিত্ব লীন নয় বটে-
তবে তারা মানুষ নয়, পশু-ভয়ঙ্কর!


তারা সবগুলো দাঁত দিয়ে ছিড়ে খাবে মাংস
আরেক শকুন-শাপদের, আর সংসদে পাস
করবে বিল অতিগুরুত্বপূর্ণ জনহিতকর,
তখন তাদের অট্ট্রহাসিতে প্রতিধ্বনি হবে
সময় আকাশে বাতাসে
সেই দিন আসন্ন অতি শীঘ্রই নয় কি!


তখন কাকেদের রাজত্ব চলবে আকাশে
তখন শাপেদের রাজত্ব চলবে সড়কে
তখন কুকুরের রাজত্ব চলবে প্রশাসনের,
ততোদিনে মানবতা মান নিয়ে উড়ে গেছে বহুদূর
ততোদিনে ভালোবাসা ক্ষয়ে গেছে সিঁকিতে
ততোদিন তুমিহীনা আমি এ শহরের ইতিহাস- অজানা।


ইস্কাটন, ঢাকা, রাত, ১২ জুলাই’১৭