অনেক মৃত্যু থেকে-


ধ্বংস থেকে
ক্ষয় থেকে
লয় থেকে
         অনেক,
লাজ-লজ্জ্বা থেকে
পরাজয় থেকে
          বিবেকের
         ছোট ছোট,


জীবনের এই পর্বে
ধূসর মৃত্তিকার উপর
এই উন্মুক্ত আকাশের নিচে
এই শ্যামল ছায়ায়
এই জল-নদী-সরোবরে
এই রমনী মায়ায়
             সংসার গৃহে,
এখনও রেখেছ
             জীবন্ত প্রানে
                  শান্তিতে
                  স্বস্তিতে
              পরম স্নেহে,


ধূলিতে জাগিয়েছ প্রাণ
মোর
দিয়েছ মুকুট- সম্মান
অঘোর,
আপন ঐশ্বর্য মাঝে
রেখেছ দিবস-সাঁঝে,


তোমার প্রতি জানাই
অসীম সম্মান।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৪ মে’১৭