জীবনে কি পেলাম আর কি পেলাম না
তার হিসাব মেলাতে ব্যস্ত সবাই
কোনো একদিন কেউ হয়তো বলেছিলো
আমার হৃদয়ের সব টুকু জুড়ে তুমি
তাহলে কেন আমি তাকে পাবনা ?


ওরে অবুঝ মন আমার , বোকা মন
পাষাণী ওই মরুর গোটা বুকটাই ফাঁকা
তোকে তার সব জুড়ে দিয়ে দিলে কি
কি করতে পারবি সেই ধু ধু হৃদয় নিয়ে ?


গাছ কাটলি জমকালো সব ঘর বানালি
উড়োজাহাজ বানিয়ে গ্রহান্তর ঘুরলি
বোকা মানুষ এই সহজ হিসাব শিখলি না
ধানের মধ্যে চাল থাকে সে সীমিত সময়
চাল আর ধান তাই বলে কি এক হয় ?


কেঁদে ঘুরে কি লাভ হলো পেলি কিছু
অন্যের বুকে জায়গা পেতে গিয়ে তুই
নিজের বুক পুড়ালি , হোলি কত নীচু
হিসাব মিলিয়ে দেখ মন কর অন্যকিছু।