মাঝরাতে ঘুম ভেঙে গেলে
একাকী বিছানায় বসে থাকি
চাঁদের আলো জানলা বেয়ে আমার মুখে
কি যেন বলতে চায় আমায়। ঠিক কি ?
কিছু বুঝি কিছু বুঝিনা চাঁদের ভাষা।
হয়তো আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায়
কতকিছু হারিয়েছি আমি।  অপূর্ণতায় পূর্ণ
আমার মধ্যেকার মানুষ তাকে জাগাতে চায়।
সারাদিন ল্যাপটপ আর ইন্টারনেট দুনিয়ার
মিথ্যার খোলস টাকে ফেলে দিতে বলে
বিনিময়ে পেতে পারি অনেক অনেক কিছু
ঠান  দির বলা কত না রঙিন রূপকথা
যারা স্বপ্নে নিয়ে যেতে পারে অনেকদূর।
প্রেম প্রেম হাহাকার থেকে মুক্তি দেওয়া
পঞ্চাশ বা ষাট বছর আগের পাড়ার মেয়ে পারুল
কিংবা জুঁই মালতি যাই নাম হোক তার
সে তো মিথ্যা নয় , মিথ্যা নয় তার  ভালোবাসা
মেকি সভ্যতা তাকে দুমড়ে মুচড়ে দলা পাকিয়েছে
কিন্তু তার প্রতিশোধ সে নিচ্ছে প্রতি পদে পদে
ফেসবুকের মিথ্যা ললনা রা তারা কেউ মেয়ে
আসলে কেউ মেয়েই নয় , তবুও তাদের প্রেমে
হাবু ডুবু হাজার প্রেমিক প্রাণ , কিন্তু কেন ?
চাঁদের আলো মাঝরাতে আমায় এ উত্তর দিতে চায়
কিন্তু আমার এ অবুঝ মন তা বোঝে কেমনে
আর যদি বুঝতো তাহলে তো যন্ত্রে পিষ্ট হতোনা।
মানুষ আজ আর পথ ঘাট খোঁজে না
পথ ঘাট ও ভুলেছে মানুষ কে , এ যে কতদিনের
কত পরিচিত সখ্যতা তবু ও ভুল বোঝাবুঝি
যন্ত্রের গাড়িতে বসলেই হলো আর চিন্তা কি ?
তুমি না হয় পথ কে ভুলে যেতে পারো
কিন্তু পথ ও কি ভুলতে পারে তোমায় ?
কিভাবে সে ভুলবে চির তরের এ সখ্যতা ?
যা শুধু একান্তই পথ ও পথিকের।