আসে যায় শত সহস্র বসন্ত
পড়ে থাকে একাকী ফেরারী মন
ফাগুনে রাঙানো দুঃখের স্মৃতি
বয়ে বেড়ায় শুধু পলাশের বন।


দখিনা বাতাসে ভেসে আসে মনে
প্রিয়ার কেশের সুরভিত সুবাস
প্রিয়া বিরহে কাতর মনে শুধু
সর্বক্ষণ ই যেন প্রিয়ার বসবাস ?


শাল বনের ওই পাহাড়ের কোলে
আমার রঙিন প্রেয়সীর বাড়ি
ব্যতিক্রমী বসন্ত সাজায় তাহারে
সমান্তরালের সাথে তার আড়ি।


কোকিলের সুরে মনের গহীনে
বাতাস এসে দেয় মনে দোলা
লাল ছাপা শাড়ি ,দুহাতে আবির
তাকে দেখে মন হয় উতলা।


এভাবেই আসে যায় সহস্র বসন্ত
প্রিয়া তবু ও আসে না কাছে আর
বসন্ত তুমি রাঙাও সবার মন
আমি কেন পাইনা দেখা তোমার ?