অ আ ই ঈ ও আমার প্রাণের বাংলা ভাষা
তোমাতেই আমার যে কত কিছু শেখা ,
প্রিয় বাংলা ভাষা তোমাতেই সব আশা
তোমায় জেনেই সার্থক এই দুনিয়া দেখা।


গর্বে আমার বুক ভরে যায় , বলতে বাঙালী
প্রণমি তাদের চরণ যুগলে,সেই  ভাই বোনে  ,
অন্যের থেকে যারা করেছে তোমায় বলশালী
থামাতে পারেনি যাদের সন্ত্রাসী আগ্রাসন।  


যাদের বুক দিয়ে বয়ে গেছে রক্তের বন্যা
শহীদ মিনারের নিচে চাপা পড়া প্রাণ ,
তবুও মাতৃ ভাষার দাবিতে লড়ে গেছে
বুক বেঁধে গেয়েছে মাতৃ ভাষার জয়গান।


যে বাঙালি দেখে পৃথিবী ভরা মানুষ
করতে শিখেছে তাদের নিজ ভাষার গর্ব,
সেই বাঙালী  আজ রয়েছে কোথায়
সব ভুলে তারা শিখছে আজ কি সব পর্ব।  


আমার পূর্ব পুরুষ দেখেছে তোমার গরিমা
যাদের হাতে এসেছ অমর ২১ শে ফেব্রুয়ারি ,
আমি কেবল শুনছি দু কানে তোমার মহিমা
ধন্য এ জনম মা পর জন্মে যেন আসতে পারি।