আকাশের বুকে হঠাৎ করে দেখা দেওয়া
সাত রঙের রামধনু টা
এক আকাশ থেকে অন্য আকাশে চলে যায়
ফিকে হয়ে যায় একটা আকাশ
আবার অন্য আকাশ সপ্ত রঙে ভরে ওঠে ।
আপন বেগে চলতে গিয়ে যদি তাল হারিয়ে ফেলে
তবু ও এক প্রান্তে জোয়ার আসলে
নদীর অন্য প্রান্তে ভাটা পরে , এটাই নিয়ম ।
আপন মায়ের পেট ফেটে বের হওয়া জানোয়ার
ধীরে ধীরে বড় হয় একাকি
একদিন সে তার মায়ের ওপর কর্তৃত্ব ফলাতে চায়
নিজের সুখের জন্য সে হত্যা করে
তার আপন ভাই- বোন আত্মীয় স্বজন কে
আগ্রাসী মনোভাবে সে নিজের কর্তৃত্ব টুকু বুঝে নেয়  
বাকিরা তলিয়ে যায় অন্ধকারে ,এটাই নিয়ম ।
তবে মানুষের বেলায় ভিন্ন কেন?
কেন সে অন্যের থেকে আলাদা
নিজের প্রিয়জন কে অন্যের সাথে মেনে নিতে পারে না
কেন ?
কেন এতো বেদনা দায়ক বিরহের দিনগুলি ।
একজন কে পূর্ণ হতে গেলে একজকে শুন্য হতে হয়
কেন সে তা মেনে নিতে পারে না ।
সবাই যদি মানে ইটা পৃথিবীর নিয়ম বলে
তবে মানুষ কেন নয় ?
তার মান আর হুশ আছে বলে
নাকি অন্য কিছু ?
যা কেবল শুধু সে জানে ।