হু হু শব্দে চলছে ছুটে নানান রং এর  গাড়ি  
পিছনে ফেলে হাজার রং এর ফ্ল্যাট সারি সারি  
রাস্তার পথিক বোঝো তুমি কিভাবে নেবে ঘ্রান  
এই শতাব্দী টানবে কাছে  হাত রাখো তার হাতে
এই শতক চলছে ছুটে হুঙ্কার দেয় পিছে শয়তান।


জেতার খেলায় জিততে হলে কোমর বেঁধে নামো
নইলে তুমি হারবে অবশ্যই , পথে যদি থামো
ভাঙছে ভাঙুক কারো স্বপন পৃথিবীর সব নিয়ম
এগিয়ে তবু যাবোই মোরা ভাঙতে হবে নিজ হাতে
নইলে খেলায় হার হবে , বৃথা হবে যে মোর শ্রম।


গাছ কেটেছি,জঙ্গল পুড়িয়েছি মাঝ নদীতে বাঁধ
ঘর ভেঙেছি ঘর গড়েছি মিটিয়ে মনের সাধ
পাল্লা দিয়ে সমান তালে কিনেছি নতুন গাড়ি
কার কি হবে ?  দেখার দায় নয়তো আমার
আরো তো আছে রাস্তা জুড়ে সার দিয়ে গাড়ি।


কে বোঝাবে এই সমাজে কার কতটা দায়িত্ব
সবাই যে যার মতো চলছে আপন খেয়ালে
রাজার সাথে রাজার যুদ্ধ মরলো উলুখাগড়া
আকাশেতে একা তোমার বাস , কার সাথে
পৃথিবী চলছে নাতো কোই তোমার তালে তালে।