স্বপ্ন গুলো এতো খামখেয়ালি কেন ?
মেঘের ডানায় উড়তে উড়তে
এক প্রান্ত থেকে অপর প্রান্তে খেলে বেড়ায়
কিন্তু তবুও ধরা দেয় না।


অতীতে নতুন থাকা সম্পর্ক গুলো
বর্তমানে পুরানো হয়ে  যায় কেন ?
এই বর্তমান ও তো অতীত হবে একদিন
তাহলে মিথ্যা কেন আমাদের স্বপ্ন গুলো
শুধুই অতীত ভাবতে ভাবতে
বর্তমানের সময় টুকু ক্ষয় হয়।


নতুন নতুন সম্পর্ক গড়ে আর ভাঁঙে
একি তো সেই জলের ঢেউ ওঠা পড়া তার
জোয়ারে কিংবা ভাটার স্রোতের মরা গাঙে
তাহলে
আজকের দিনের সম্পর্ক গুলো এতো ঠুনকো কেন ?


এক নিমেষে কেন ভেঙে খান খান হয়ে যায়
কতবার বা ভাঙা জিনিস জোড়া লাগানো যায়
কত বার ই বা করা যায় একই ভুলের ক্ষমা ?


তাহলে কেন এমন হয় ?
আর এমন ই যদি হবে বিধাতা এতো নিষ্ঠুর কেন ?
নিষ্পাপ শিশুর সাদা মনে কাদা লেপনের কি দরকার
কে বোঝাবে কাকে
সবাই তো একই পথের পথিক
তাহলে ?