নীল ফ্রেমের চশমার ফাঁক দিয়ে
একবার উঁকি দিয়ে দেখেছিলে
ঠিক যেন অন্ধকার রাত ভেদ করে
নীল আকাশ জুড়ে একফালি বাঁকা চাঁদ
আমার এই জরাজীর্ণ মরু বুকটায়
এক টুকরো আশার আলো জ্বলেছিল।


লোকে বলে ভালোবাসা ,আমি জানি না
আসলে তোমার চোখে হারিয়ে আমি
নিজেকে খুঁজে পেয়েছি আলোর আকাশে
তীব্র আলোর ঝলকানি তে বুক পুড়ে ,
খোঁপার ফুল আর পায়ের নুপুর নিক্কনে
মন আমার উড়েছে তোমার মনের ঘরে।  


আমার বুকের আলোর ঝলকানি ভেদ করে
যেদিন তোমার বাড়ি ভোরে উঠেছিল
আলোর রোশনাই য়ে , স্তব্ধ আমি
ভেবেছি ভালোবাসার সংজ্ঞা আপন মনে
বুকের ব্যাথা ছড়িয়েছে সারা শরীরে ,
দু চোখের জলে বুক টা গিয়েছে ভরে।  


আজ ও বুঝিনি ভালোবাসা কাকে বলে
হয়তো বাংলা সাহিত্যের কবি নই বলে ,
কিন্তু আজ ও তোমার জন্য বুক টা পোড়ে
আমার ঘরে অন্ধকার আলো তোমার ঘরে
আমি খুঁজছি ভালোবাসা কাকে বলে ?
তোমার সুখী সংসার একটু একটু যাচ্ছে বেড়ে।