পৃথিবীতে ১২ ঘন্টা রাত আর
১২ ঘন্টা দিন ,
সব কিছু চলে সমানে সমানে।
দাঁড়ি পাল্লা টা একটু এদিক ওদিক
যেন না হয় , তাহলে ঘটবে বিপত্তি
ধনী ব্যবসায়ীর গরিব বৌ টা
সারাটা দিন বাড়িতে একা একা
নেই তার বন্ধু বান্ধব
নেই আত্মীয় স্বজন।
ব্যবসায়ী হয়তো তাকে ভালোবাসে
কিন্তু সময় দিতে পারে না।
আবার কোনো নিঃস্ব প্রেমিকের
কোনো সরকারি অফিসে চাকুরিরতা
সুন্দরী এক প্রেমিকা ,
তারাও হয়তো পরস্পর কে ভালোবাসে
কিন্তু পাল্লা র দুদিক সমান নয়
তাই হয়তো সব সময় টলমল করে।
অল্প কয়েক টাকা ব্যালান্স নিয়ে
সারাদিন ফোন করে চলে প্রেমিক
ফোনের ওপারে কোনো সাড়া নেই ,
একরাশ বিরক্তি নিয়ে ব্যাটারি ফুরিয়ে যাওয়া
মোর মোবাইল টা ঘুমায় পকেটে।
আর তখন ই প্রেমিকার ফোন
আবার একরাশ হতাশা আর কিছু সন্দেহ
জমা হয় মনের কোনে,
সমানে সমানে যদি সব কিছু হতো
তাহলে হয়তো ভালো হতো
সারাদিনে একসাথে দুজনে পার্কে  
আবার একই সাথে দুজনেই ব্যস্ত।