পৃথিবীতে আসার আগে থেকেই -
যুদ্ধ জয়ের পরিকল্পনা
মায়ের পেটে বারেবারে লাথি মারা
এখুনি আমায় মুক্ত করে দাও
তারপর
এসে কি লাভ হলো আর কি পেলাম না
তার হিসাব কষতে বসা ,
ছোট বেলায় আদর্শ সন্তান হতে হবে
বাবা মায়ের জন্য
পরিণত বয়সে আদর্শ প্রেমিক
প্রেমের মিষ্টি চুম্বন নিয়ে ,
এদিক ওদিক ছোটাছুটি।
বিয়ের পরে প্রেমিকা কে জোটাতে অন্য
তারপর একদিন বাবা
ছোট ছোট ছেলে মেয়েদের
কাঁধেতে হাজার ভার,
নিজের জন্য সময় নেই
আছে নিজের তৈরী করা এক পরিবার
সব শেষে বয়স যখন তিন কুড়ি ,
হারিয়ে গেছে আদর্শ গুলো
বৃদ্ধাশ্রমে হয়েছে ঠাঁই
এখন চিন্তা কখন যে গড়িয়ে পড়ি।
সারা জীবন যুদ্ধ করলাম
কারো ছেলে কারো ভাই কারো বা
আদর্শ বাবা হতে গিয়ে ,
আজ কে বুঝেছি সব কিছু মিথ্যা
কিছুই যাবো না আমি নিয়ে।