ফুটবে কবে প্রেমের ফুল , বলো না গো সজনী
ফুটবে কবে গাছে গোলাপ কাটবে এ ঘোর রজনী ,
বিকশিত তরু হতে কবে ঝরবে এক টুকরো আশা
যার ভাবে মরলাম পুড়ে সে বুঝেনা ভালোবাসা।


সকাল বেলায় পাগল হলাম রাধা র বিরহে
সারাদিন কি করে মন কিছুতেই সে রয়না গৃহে,
বিরহ জ্বালা সে বুঝে না তার ভাবে পুড়লো মন
মনের মানুষ মারবো কেমনে কষ্টে কাটে সারাক্ষন।


কেটেছে বসন্ত শুকিয়েছে পলাশ হেমন্ত এসেছে এখন
ধানের বনে লাগছে হাওয়া হচ্ছে শুধু শীষের মাতন ,
আনন্দিত চিংড়ি গুলা , নেংটি র খুশিতে ভরা মন
সবাই ডগমগ খুশিতে দুঃখী শুধু এ হৃদয় এ পড়া মন।