গায়ে দিয়ে তুই দুধ সাদা চাদর
সাথে নিয়ে চাঁদনী রাতের বাসর
একদিন পাখি ছাড়বি তুই পৃথিবী ,
হাতে পাবি সেদিন অন্য ঘরের চাবি ।


হাতে পায়ে মাখাবে কত আতর
ভালোবাসা সব ছিন্ন হবে তোর ,
শোয়াবে সবাই তোমায় চিরতরে
আনন্দ বেদনাশ্রু কিছুই নাই ঘরে ।।


ছাড়তে হবে সাধের ভিটামাটি
সাথী হবে তোর কাদা-মাটি-লাঠি ,
একই ভাবে আকাশ জ্বালাবে তারা
সেদিন পাখি শুধু তুই হবি ঘরছাড়া ।।


এক জীবনে সব পেয়েছিলি তুই
তবু পাখি কেন আনন্দ টুকু হারালি,
এখন কালো আঁধার ঘরে তুই শুয়ে
একাকী , জন্মে তবে কি লাভ পেলি ।।


অহংকার ঢেকেছে তোর সাদা চাদর
গর্ব কেড়েছে তোর ওই চাঁদনী পসর
রইলো তবে কি মূর্খ মানুষ তোর
সুখ কে কেন ঘরছাড়া করলি তোর ???