সেদিন তোমায় প্রথম দেখেছিলাম
একরাশ মেঘ সাথে জড়িয়ে তুমি
প্রকৃতি ছিলো কতই শান্ত স্নিগ্ধ
স্নান করেছে সেদিন ধূসর মরুভূমি ।।


আমের জামের শাখায় শাখায় তুমি
সবুজ পাতায়  তোমার বিচরন
আকাশ ছেড়ে পতিত হলে ভুমে
জড়ালে সবায় করলে সবে স্নেহ চুম্বন ।।


ঝিঙ্গে ফুলের মাথায় বসে তুমি
যেন শ্বেত শুভ্র ডানার এক প্রজাপ্রতি
ভাগ্যিস তুমি এসেছিলে বলেই
নইলে উচ্ছে ফুলের হত  কত ক্ষতি ।।


তোমার পরশে ধন্য হল আজ সবে
কালোজাম ঐ দেয় মাটিতে গড়াগড়ি
তোমায় ছুতেই আম্র পল্লব হতে
পাকা আম টা ও দিল হাত টি ছাড়ি ।।


কচিরা আবার উঠেছে জেগে হচ্ছে সবুজ
পেয়েছে তারা মেঘের বুকের দুধ
চোখ রাঙানিতে নেইকো ভয় আর কারো
গ্রীষ্ম তুমি যতই সাজ যমদূত    ।।


যতই তুমি ভয় দেখাও মমতাময়ী নারী
কালবৈশাখী যতই করুক তাড়া
তোমার আঁচলেই খুজছে সবাই ঠাই
কিভাবে করবে তুমি সন্তানে কাছ ছাড়া ।।