কাঠ ফাটা গরমের দুপুরে
তৃষ্নার্ত এক কালো কাক
সারাদিন জলের সন্ধানে
ঘুরে ব্যর্থ আজ সে।


পৃথিবীতে কত মানুষ
কেউ জল কিনে খায়
কেউ বা কলের জল
কেউ শুধু করে অপচয়।


ধুক ধুক করা প্রাণ টা
শেষ হয়ে  গেলো তার
জলের বিহনে প্রাণ গেলো
ঘুচে গেলো অনাহার।


গাছের দানা থেকে গাছ
জন্ম নেয় গাছ পৃথিবীতে
পাখির গাছ হয়না কেন
কৃপণতা কেন সৃষ্টিতে।


মানুষ বাদে সবাই থাক
সবাই থাকবে আনন্দে
প্রাণ নাশ হতো না তাহলে
পৃথিবী জড়াতো না দ্বন্দ্বে।