রোজা শুরুর দিন থেকেই মায়ের মনে ভয়
খুশির আনন্দ মায়ের  তিন কন্যার মনে
কি ভাবে একাকী হাতে আনবে এবার ঈদ
কন্যাদের সাধ পুরাবে এবছর ঈদের দিনে
খাবারদাবার জামাকাপড় পারবে দিতে কিনে
খুশিতে ভরাবে কন্যার মন বাবার অবর্তমানে।


সারাদিনের উপোস শেষে আসে খাবার বেলা
তিনটি থালা ভর্তি থাকে খালি একটি থালা
সবার খাওয়া হয়ে গেলে খেতে আসে যে মা
ছোট্ট মেয়েটা পারে না খেতে থালায় থাকে যা
সেই টুকু খেয়ে যে মায়ের  আনন্দে  পেট ভরে
মাসের শেষে অনেক খরচ তাইতো সঞ্চয় করে।


মনে পরে ছোট্ট বেলায় সে তখন ছোট্ট মামনি
অফিস শেষে আসলে বাবা পকেট ধরে টানাটানি
লুকিয়ে রাখা চকলেট আর খেলনা খুকু মনি
আনন্দে প্রাণ উঠতো ভোরে সয়ে মায়ের বকুনি
চোখের কোনে লুকিয়ে অশ্রু তাই হাড়ভাঙ্গা খাটুনি
ঈদের দিনে হাসবে শুধু তার আদরের সোনামনি।


কমদামি হোক তবুও তারা নতুন জামা পাবে
সবার সাথে তাল মিলিয়ে প্লেটে সিমুই খাবে
সংসার এর খেলাঘরে জিতবে মায়ের মন
কেউ না থাকুক এই মেয়েরাই তার আপনজন
বাবা হারানোর দুঃখ ভুলে খুশিতে ভরুক প্রাণ
সব ভুলে আনন্দ বরণ খুশির মাস রমজান।