নয় নয় করে ন টা বছর পেরিয়ে গেলো
তোমার এই আসা যাওয়ার সম্পর্কের
তুমি বারে বারে চলে যেতে পারো
কষ্ট গুলোকে কেন নিয়ে যাও না ?
ওরা কেন সবসময় কুরে কুরে খায়
তোমার তাসের ঘরের স্বপ্নের মত আমায় ?
ন বছরে তুমি নয় বার ছেড়ে গেছো
না নয় নয় ছয় বার , আবার এসেছো
দেখতে মিথ্যা স্বপ্ন , দিয়েছো প্রতিশ্রুতি
প্রথম প্রেম তরুণ বয়স চেয়েছি ভাঙতে
দুই দেশের বেড়াজাল , এক যদি যে
বয় দুই দেশে তার কাছে করেছি আকুতি।
এখন বুঝি পৃথিবী তার আপন নিয়মেই চলে
যে যেমন আছে তেমন ই থাকবে
বদলাবে না কোনোকিছু , যেমন আছো তুমি
তোমার এই বারে বারে আসা যাওয়া টা
কষ্ট বাড়ায় আমায় বুকের ভিতর , প্রয়োজন মিটাতে
বারে বারে আসো স্বার্থপর নারী , আমি তা পারি না।