আব্বু আম্মুর আদরের ছোট্ট মামনি থেকে আজকের আমি
কুঁড়ি থেকে ধীরে ধীরে বেড়ে ওঠা পরিপূর্ণ  ফোটা ফুল
আমার হৃদয় জুড়ে তোমার ই অবস্থান , শুধু তুমি ! তুমি
আমার জীবন রথে তোমায় বসিয়ে করিনি কোনো ভুল
আমার ভালোবাসার রাজপ্রাসাদে শুধুই তোর ই অবস্থান
তোর বুকেতেই খুনসুটি আর তোর জয়ে ভালোবাসার গান।


পাড়ার মোড়ে গাছতলাতে দাঁড়িয়ে থাকা ওই ভ্যাবলা ছেলে
এতদিনের অপেক্ষা তোর কেমনে আমি দিতাম তোকে ফেলে
আমার মনের আয়না তে তুই দেখতে চেয়েছিলি তোর মুখ
আমায় নিয়ে থাকতে যে চাস ভাগ করে  সকল সুখ দুখ
তাইতো লতার কোমল হৃদয় রেখেছি তোর ওই কঠিন বুকে
তোর সাথে নাও বাইব আমি উজান ভাটায় তোর সুখে দুঃখে।


ভুল করলে মারিস বকিস আদর করিস ছাড়িস না আমার হাত
তোকে নিয়েই স্বপ্ন আমার পেরোতে মরুর বুকে গহীন রাত
আমি যদি ফুল হই তুই হবি মোর পাপড়ি , আমায় আগলাতে
মাঝরাতে চাঁদের আলোতে আমায় ভাসাস ভালোবাসার বন্যাতে
স্বামী স্ত্রী তুই আর আমি বাঁধবো ছোট্ট নীড় এই ধরণীর কোলে
আকাশের ওই চাঁদ দেখিস  একদিন আমার কোলে উঠবে জ্বলে।


তোর আমার ভালোবাসা হবেই একদিন পূর্ণ যেমন তুই চেয়েছিলি
ভুলে যাবো দুজনেই আমার ভুল আর তুই আমায় কত কষ্ট দিলি
সারাদিন অফিস শেষে ফিরবি আমার ঘরে , রাখবি কোলে মাথা
নিজ হাতে  খোঁপায় গুঁজে দিবি ফুলদানিতে রাখা রঙিন ফুল টা
আদরে সোহাগে ভরিয়ে তুলিস বেঁধে তোর ভালোবাসার ডোরে
তোর হাত ধরে পেরিয়ে এই পাহাড় , একদিন যাবই ঠিক সমুদ্দুরে।