রং বেরং এর এতো মানুষ এতো হৈচৈ
তাদের মাঝে গেলে পাই  অশান্তি অথৈ
কত রঙের মানুষ , কতই যে বৈচিত্র
তাদের মধ্যে আমার মনের মানুষ কৈ ??


ট্রেনে খুঁজি বসে দেখি চোখ বুলাই ট্রামে
তোমার দেখা পাইনা শরীর ভেজে ঘামে
ঠিকানা পাবো কোথায় লিখবো যে চিঠি
কলিজা খান পুড়ে শহরের কঠিন জ্যামে ।


কোন অপরাধে তুমি রয়েছো মুখ লুকিয়ে
সর্পিনীর মতো এগিয়ে এস বেণী বেঁকিয়ে
কতকাল খুঁজবে ফিরে মন মনের মানুষ
এবার আমায় শান্ত করো চাঁদ মুখ দেখিয়ে ।