জীবনের খাতার পাতায় অংক কষতে গিয়ে
একবার একটিমাত্র ভুল করেছিলাম আমি
কেউ প্রথম দু লাইন কোষে দিয়েছিল , কৈশোর
আর যৌবন পার করেছিলাম , তারপর নিজে
নিজে জটিল অংক ঠিক করতে পারিনি , ভুলে
ভরিয়ে ফেলেছিলাম খাতার পাতা ,  এই ভুল।


যখন আমাকে তোমার প্রয়োজন ছিল যে মুহূর্তে
তখন তুমি আমাকে পেয়েছিলে তোমার পাশে
তাহলে আজ আমি কেন তোমায় পেতে পারিনা
আমার আজ যাদের দরকার তারা কেউ নাই
সেই যে খাতার পাতায় ছোট্ট ভুল টা , আজ ও
মেলাতে পারিনি সঠিক হিসাব , দিচ্ছি তার মাশুল।


আকাশে বজ্রের যখন দরকার মেঘ কে আসতে হবে
মেঘের দরকারে বজ্র আসে না , এটাই নিয়ম
কিন্তু মেঘ যদি না আসতো কঠিন বজ্র তোমার জন্ম
হতো কি ? প্রয়োজন ফুরালে ভুলে যেতে হয় বুঝি
হিসাব মেলানো ভার , কিভাবে মেলাবো হিসাব আমি
ভুলে ভরা শুরু যার তার কি হয় সঠিক উপসংহার।