যেদিন তুমি বললে এখানেই সব শেষ
দুটো চোখ তোমার দিকে প্রশ্নের পর প্রশ্ন ছুড়ল
তুমি সব এড়িয়ে গেলে
ঠিকই হারিয়ে গেলাম শত অনিচ্ছায়
শুধু বুঝিনি এটাই, আসলেই হারিয়ে যেতে হবে
আমি হারাইনি ,তোমাকেই হারিয়ে ফেলেছি
কোথাও একটা নিজের কাছে খুব বেশি হেরে গেলাম
জীর্ণ এ শহরের ক্ষয়ে যাওয়া পথে
বঞ্ছিত হতে হতে নিরবে বসে
নিঃসঙ্গ জীবন একলা একা
পথ আমার এ আর্তনাদ রেখ স্মরণ
স্থির হয়ে যাবে অশান্ত ব্যস্ত সড়ক
কান পাতলেই শোনা যাবে
শত শত কষ্টের না বলা গল্প
আমার তোমার গল্পটাও তার মাঝে হারিয়ে যাবে