সুপ্ত ভয়ে বিনিদ্র যাপন
এইতো এইতো এইতো
স্থবির সময়ে উৎকণ্ঠা
সয়ে যাবে, নাকি রয়ে যাবে?
শব্দে শব্দে যুক্ত মায়া
বিগ্রহের অচেনা অলিতে গলিতে
সহস্রাব্দের ইতিহাসে হয়ত এসবই হয়েছে
আবেগগুলো হয়ত একই
শুধু সময়ের বিভাজনে বিভক্ত
সেই বিচ্ছেদ, সেই প্রণয়, সেই আকাঙ্ক্ষা
দীর্ঘ নিসুতি আর দীর্ঘশ্বাস
সব কিছুই তো গেছে একে একে
শুধু মায়ায় মায়ায় আমি রয়ে গেছি
হয়ত শুধুই বিলিন হবার আশায়