আমি আছি যেমন তেমন
রাতের আকাশ উদাস তারায়
আছি যেমন তেমন
তিন প্রহরের ঘুমহারা পথিক হয়ে
সবকিছুই যেমন তেমন
বিষণ্ণতার আবেশ ছড়িয়ে
মৃত্যুর অভিশাপ শহরের রাজপথে
অনিশ্চিত পথে ক্লান্ত পথিক হয়ে
শহরের বুকে আরেকটি রাত নামে
অলিতে গলিতে রক্তের হলি খেলা
স্বপ্নের উৎসব সব গিয়েছে থেমে
পথহীন অন্তহীন মৃত্যুর মিছিলে
প্রিয় স্বদেশ আমার
আমায় কলঙ্কমুক্ত কর
আমি এখন ম্লান প্রায়
দ্বিধাযুক্ত,নতজানু, লক্ষ্যহীন
কে আছে লুকিয়ে কার মাঝে
কোন মুখোশে কে কাকে ঢাকে
মানবতার কি মরন হল ?
সভ্যতার কি মরন হল ?
এ কলঙ্ক কার?
আমার, তোমার নাকি আমাদের?
সবকিছু আগের মতই চলছে
চলবেও জানি
ঘুম হবে না, কাজ হবে না
শুধু বেহিসেবি যুক্তির লড়াই
চোখ মেলে আকাশ দেখব
কিন্তু সঙ্কা কাটবেনা