ইচ্ছে ছিল ঝুম বৃষ্টিতে তোমার হাত ধরে হাঁটবো।
তোমার ভেজা চুল বেয়ে পানি যখন
গালে গড়িয়ে পড়বে, আমার আঙ্গুল এর আলতো স্পর্শে ছড়িয়ে যাবে জলধারা।
তোমার কাজল ধুয়ে লেপ্টে যাবে চোখের চারপাশে।
এরপর পুরো শহর হুড খোলা রিক্সায়
ভিজতে ভিজতে ঘুরবো।
তুমি আমার হাত শক্ত করে ধরে রাখবে।
বজ্রপাতের ঝলকানি আর শব্দে ভয়
পেয়ে আমাকে শক্ত করে আঁকড়ে ধরবে তুমি।
তোমার ওড়না দিয়ে মাথা মোছার
বায়না ধরব।
বৃস্টিস্নাত কোন এক নির্জন
রাতে ভিজব দু'জনা বৃস্টির প্রতিটি কনা তোমার ঐ লাল
ওষ্ঠ বেয়ে গড়িয়ে পরার আগেই
চুষে নিব রক্তজবা ঐ ওষ্ঠের স্পর্শেই।