কথা ছিল,
কথা ছিল অনেক কিছুই
স্বপ্ন তোমার,
আমারও স্বপ্ন কম ছিল না
টুকরো স্মৃতি,
তুমি আমি সব মিলিয়ে
যত্নে আছে,
তোমার দেয়া দুঃখগুলো
যত্নে আছে,
তোমার দেয়া স্পর্শটুকু
আজও আমি,
স্বপ্ন ভেঙ্গে তোমায় খুঁজি
শিরায় শিরায়,
শিহরন জাগে নিমেষে
ক্ষমা করো,
তোমার মত ভুলতে পারিনি
কোন একদিন,  
খুব বেশি মনে পরে যায়
ভেঙ্গে পরে,
নিজের তৈরি মৌন দেয়াল
অন্তরে অন্তরে,
বিমোহিত আত্মগ্লানিতে
বেশ  আছি,
ভেবে পারি দিব অনেকটা পথ
চাইছি আজও,
সব কিছু হারিয়ে যাক
তবুও কেন ,
তোমার স্মৃতি অটুট পরে
ইতস্তত মনস্তত্ত ,
সীমাবদ্ধতায় নিরেট অবরুদ্ধ
মৃত্যু ছায়া ,
আমায় নিয়ে খেলছে বোধহয়
রঙ্গিন স্বপ্ন ,
সাদা কাল ভিন্ন এখন