নিঝুম রাতে আকাশ নিচে
কে আসে যায় মনের কোণে
আমার মনে বসত করে
তোমার আলো জেনো
কি কোথায়, কি ভাবে যে
আমায় বলতে পারও
জোসনা রাতে আমার হাতে
ছিল তোমার হাত
এখন তো আর আমি নেই
কেবল আছে বিষাদ
জানি পুড়ে পুড়ে পুড়ে যাচ্ছো
বোঝাবে না আমায় তুমি
আমিও পুড়ছি আমার মত
মনের দ্বারে দ্বারে
কত ঘরে কড়া নেড়েছি
পাইনি তোমার মত
খুঁজছি আজও পাচ্ছিনা যে
তোমারই মত
তুমি ছিলে একাই, ছিলে একটাই
আমার মনে আমার প্রানে
জায়গা জুড়ে একটাই