বুকের ভেতর যন্ত্রণাকে
লুকিয়ে নিও
হোক না সে একলা জীবন
গুছিয়ে নিও
মনের কোনে বেড়ে ওঠা কষ্টগুলো
চোখের জলে ভিজিয়ে নিও
তন্দ্রাগ্রস্থ রাত,কিংবা শেষ বিকেলের আলো
নিজের রঙে রাঙ্গিয়ে নিও
শেষ হয়ে যাওয়া গল্পটাকে
নতুন একটা জীবন দিও
দমকা হাওয়ায় চুল উড়িয়ে দিয়ে
স্বাধীনতার স্পর্শ নিও
নিকষ কাল অন্ধকারে
নতুন একটা স্বপ্ন দেখো