তোমার আমার মাঝে
ছোট্ট নীরবতা
চাওয়া গুলো খুব কাছাকাছি
তবু ভিন্ন সবই
তুমি পূর্ণিমায় আলো খোঁজ
আর আমি নিজের ছায়া
মেঘের মাঝে তুমি বৃষ্টি খোঁজ
আর আমি বৃষ্টির পর রঙধনু
তুমি আমার আলোয় সুখ খোঁজ
আর আমি সুখের পরের বাস্তবটা
তবু চাওয়া গুলো খুব কাছাকাছি
তবু সমান্তরাল
পাশাপাশি হেঁটে যাব বহুদূর
হয়তো হাতে হাত রেখে
একই পথে সমান্তরালে
পথ একই হবে
তবে মিলবেনা কখনও
পাশাপাশি কাটিয়ে দিব জীবন
ভেবে নেব একই লক্ষে হাঁটছি
ভয় হয়
যদি হিসেবের খাতা খুলে দেখি
মিলছেনা কিছুই
তখন কি পথ ভিন্ন হবে?