হাটিনি অনেকদিন চৈত্রের তপ্ত রোদে
জুলফি বেয়ে নামেনি ক্লান্ত ঘাম
তোমার পাশে হাটা হয়নি বহুদিন
বসা হয়নি শেষ বিকেলের আলোয়
বহুদিন দেখা হয় না তোমার চুলে বাতাসের খেলা
কতদিন কথা বলিনা তোমার চোখে চোখ রেখে
বর্ষার ঘনঘটা রাত
ঘুম থেকে জেগে বলনি ,আমার ভয় করছে
ভালোবাসা কি ?
অনেকে অনেক কিছু বলে
আমি বলি
তোমায় জড়িয়ে থাকা সবকিছুই আমার ভালোবাসা
ভালবাসার কোন সংজ্ঞা হয় না
হয় না কোন মানদণ্ড
যে অনুভব করে ভালোবাসা কি
সে বুঝে নিতে জানে
কে কখন কাকে ভালবাসে
কেউ কি বলতে পারে?
তুমি আমি তা বিচার করার কে?
শুধু সেই জানে
কি মন্ত্রে সম্মোহিত সে
কি মায়ার বাঁধনে বাঁধা পরেছে