দিনগুলো কেটে যাচ্ছে অপেক্ষায়
কারনে অকারনে অপেক্ষা
অপেক্ষা করতে করতে আজ ক্লান্ত
অপেক্ষাগুলো আজ হতাশায় পরিনত হয়েছে
রঙ্গিন স্বপ্নগুলো অপেক্ষায় ফিকে হয়েছে
এখন আর রঙ খুঁজে পায়না
রংহীন স্বপ্নে আমার বসবাস
চারপাশে হাজার স্বপ্নের পশরা
হাত বাড়ালেই শূন্য সবই
অনেকদিন আলোর পেছনে ছুটেছি
ফিরে দেখি আমি অন্ধকারের পথে
সেই অন্ধকারেই প্রতিনিয়ত আলোর অপেক্ষা
আলো মরিচিকা হয়েই রয়ে যায়
স্পর্শের বাইরে রয়ে যায় স্বপ্নগুলো
তবুও অপেক্ষা করি
তবুও আশায় বুক বাঁধি
এই বুঝি অপেক্ষার দিন শেষ হবে
আলোরা আমার হাতে বন্দি হবে