আমি যদি হারিয়ে যাই চৈত্রের কুয়াশায়
কেউ কি খুঁজবে আমায়
অনেক সইতে হয়েছে
অনেকবার মরতে হয়েছে
মনে হয় হেঁটে যাই অনেকটা ক্লান্ত পথ
ঠিকানাহীন,ভাবনাহীন
ঘুম না আসা জল জোছনায়
ভীষণ খরায় যদি অশ্রু ঝড়ে
কেউ কি খুঁজবে আমায়
কেউ কখনও জানবেনা
মনের গহীনে কি লুকিয়ে ছিল
কিংবা স্বপ্নের অপমৃত্যুর কথা
নিখাদ চোখের কোণে
শূন্যতার অবকাশ
ঘুনে ধরা বিশ্বাসে
কতবার মিথ্যের প্রলেপ
তবু রাত্রির যাত্রী আমি
আধারেই বসবাস