তবু এখানে মন ছুটে চলে সীমাহীন
চিলতে সুখের আশায় কত স্বপ্ন প্রতিদিন
বিসন্নতার অবশূন্য পৃথিবীতে কাটছে প্রতিক্ষণ
অজানা এক নিরবতায় হারিয়ে যায় সময়
একা আমি হেঁটে যাই ধোয়াটে শহরে
আর্তনাদের প্রতিধ্বনি শুনি এই মন জুড়ে
ধোয়াটে এই শহরে পরে আছি বহুকাল
তবুও কাটেনা আমার কৃষ্ণ প্রহর
আমার মৃত্যু হচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে
নিথর দেহ ফেলে আমি ছুটে যাই স্মৃতির নির্বাসনে
নির্বাক সব কথার ভিড়ে নিরবার আর্তনাদ
নোনা জলে ভাসে আমার অশ্রুহীন চোখ
তন্দ্রা ভরা চোখে কাটে আমার প্রতিটি রাত
মেঘহীন মনের আকাশে বৃষ্টি অবিরত
ধোয়াটে এই শহরে আমি বেঁচে রই মাথানত