একটা রঙ্গিন ঘুড়ির স্বপ্ন দেখেছিলাম
এক সুতোয় বাঁধা দুজনে
ছিল এক আকাশে উড়বার স্বপ্ন
এক আকাশে দুটি তারা হবার ইচ্ছা
কিংবা জোড়া শালিকের মত পাশাপাশি
তুমিই তো বলেছিলে,কেন মনে নেই?
জোছনা রাতে পাশে বসে
তবে কি মিথ্যে বলেছিলে
না! তাতো নয়
তোমার চোখে স্বপ্ন দেখেছিলাম
দেখেছিলাম ভালোবাসার পূর্ণ আভা
তবে কি বোঝার ভুল ছিল
হয়ত হবে,আমি বুঝিনি
এটাও বুঝিনি হঠাৎ আমার আকাশ শূন্য হবে
সব স্বপ্ন জোছনার আলোয় ধুয়ে যাবে
আর রাতগুলো পারি দিব নির্জনে নিভৃতে
কষ্টগুলো কি শুধু আমার?