চাইছিনা তবুও জীবন এখানে থমকে যায়
চাইছিনা তবুও জীবন এখানে আসতে বাধ্য করে
ছুটে চলা এক অজানা দুরন্ত পথে
দূরে আলগুলো একটি একটি করে নিভে যায়
কিছু মানুষ জীবন থেকে ঝড়ে যায়
আর কিছু মানুষকে ঝড়ে ফেলতে হয়
কষ্টগুলো মাঝে মাঝে বাঁধা হয়ে দাড়ায়
আঁকড়ে ধরে শক্ত করে
যেখানে উপেক্ষা করা ছাড়া করার কিছু থাকেনা
মাঝে মাঝে রং বেরঙের আলো সামনে এসে দাঁড়ায়
তবুও নিজেকে অন্ধকারে ঠেলে দিতে হয়
মানুষগুলো কুয়াশা ঢাকা আপছা অন্ধকারের পথে এসে দাঁড়ায়
পথ খোজে হন্যে হয়ে
আর কিছু মানুষ হেঁটে যায় আলোর পথে
কখনও কখনও হারিয়ে যাওয়াই হয় প্রাপ্তির উৎস
কখনও কখনও অন্ধকারই হয়ে ওঠে আলোর পথ