মাঝে মাঝে তোমাকে খুঁজি
মনের অলিতে গলিতে
যা রয়ে গেছে খুব অগোছালো ভাবে
শেষ দেখাটাও খুব মোহের মত
শেষ কথাটাতেও কিছু শেষ হইনি
কিছু না বলে গেলে সঙ্গোপনে
বেঁচে আছো ?
তা জানিনা,আশা আছে
কোন বাঁকে দেখা হবে
চেনা যাবে কি?
টা জানিনা, আশা আছে
কোন বাঁকে দেখা হবে
আমি এখনও বুকের ভেতর লালন করি
বাবুইয়ের পরিতাক্ত বাসার মত শূন্যতা
হয়ত তুমি সব ভুলে গেছ
আমায় কিংবা আমাদের দিনগুলো
গোধূলিতে হারিয়ে যাওয়া বিষণ্ণতার মত
একাকীত্বের দীর্ঘশ্বাসের মত
মাঝে মাঝে স্মৃতির ধুলো মুছে
তোমার স্মৃতি রোমন্থন করি
আবার তুলে রাখি
সংগোপনে বড় আপন করে