হারিয়ে যায় কত কিছু কালের প্রবাহে
হারায় অনুভূতি সব অতীতে মিলায়ে
কোন এক অবেলায় স্বপ্ন এঁকে
ধ্বংস লীলায় নামি লড়াকু সৈন্য হয়ে
ঝড়ে যাওয়া নিশ্চিত ভবিষ্যৎ
অতীত বর্তমান অগ্রাহ্য করেই
নির্বিচারে চলে যৌবনের হত্যা
দক্ষিণা বাতাসে আত্মার মৃত্যুর গন্ধ
নির্দয় বসন্তের অপেক্ষায়
শুধু রিক্ত হাতে বসে রই
বসে রই নির্লিপ্ত চোখে
আজন্ম ভাল থাকার নির্ভেজাল আশীর্বাদে