ইট- পাথরের শহরে
অবেলায় একাই হেঁটেছি পথ
হারিয়েছি গোপনে গোপনে
বাস্তবটা থেকে দূরে
বেদনার আঁধার আমার ঘরে
নিকোটিনের চাদরে ঢাকা
ধীরে ধীরে ভুলের খাতায়
আরও কিছু অজানা ভুল
আমার জীবন চোরাবালির মত
অন্তঃস্থলে সর্পিল বাঁক
নিরীহ, নিভৃতচারী শব্দগুলো
আর কবিতা হয়ে উঠেনি
জানি অবাঞ্ছিত আমি
এই নির্বান্ধব পৃথিবীতে
জীবন থেকে নেয়া আমার
আত্মকথার ইতিবৃত্ত