এখন আর কষ্ট হয় না পাজরে.
বুকের ভেতর আর কোন দীর্ঘশ্বাস জন্ম নেয় না
নিজেকে নিঃসঙ্গ মনে হয় না একবারও
আমি এখন অনেক শক্ত কঠিন
কোন পদার্থের মত
যার মধ্যে নেই কোন অনুভুতী
আমি আসলেই
অতীতকে পিছনে রেখে
চলে এসেছি অনেকটা পথ
তবে মাঝরাতে কেন জানি
বুক ফেটে কান্না আসে
শুধু মাঝে মাঝে
তোমাকে আমার মনে পড়ে
একে একে সবই গেল
শহরটাও সোডিয়াম ছেড়ে নতুন রূপ নিল
শুধু আমিই পড়ে রইলাম