আমি মানুষ তাই আমি কষ্ট পাই
নাসরিন নগরের ঘটনাও আমাকে কষ্ট দেয়
নিরীহ সাঁওতালদের আর্তনাদও আমাকে কষ্ট দেয়।


আমার অন্তর আত্মার জাল হৃদয়ের সূক্ষ্ম আঁশ দিয়ে গড়া
তাইতো রোহিঙ্গাদের রক্তাক্ত দেহ
সেই অন্তর আবরণীটাকে করে ক্ষত-বিক্ষত।


আমি  শ্রেষ্ঠ বিবেকবান তাইতো
অত্যাচারীকে  দেখলে ঘৃণায় বেরিয়ে আসে থু থু
আদর্শবানের প্রতি, চিত্ত থেকে নীরবেই ঠুকে যায় সেলাম।


আমি হাঁসি কান্নার জীবন্ত সংসার
তামিম ইকবাল যখন ছক্কা মারে আনন্দে বুকটা ২ ইঞ্চি ফুলে উঠে
তপ্ত দুপুরে, দূরান্ত বিকালে, নাফ নদীতে  যখন রোহিঙ্গা ভাসে
তখন কি আর নিরীহ হৃদয় আনন্দে হাসে?


অন্যায়ের যদি না করি আমি প্রতিবাদ
নির্যাতিত দের প্রতি সদয় যদি না হয় স্নেহের কোমল হাত
তবে কোন যোগ্যতায় আমি আশরাফুল মাখলুকাত।