বাসে চড়ে অফিস যাই
কত ঘটনা দেখতে পাই;
যুগটা যে ঘোর কলি!
ওহে পাঠক বন্ধুবর,
পেয়েছি আজ অবসর
শোন তারই কথা বলি।


সেদিন ছিলাম ঘুমের ঘোরে
হঠাৎ কে যেন ডাকল মোরে,
চেয়ে দেখি হায়!
সুস্থ সবল এক যুবা ছেলে
যাত্রী সম্মুখে হাত মেলে
কিছু ভিক্ষা চায়।


হিন্দু ধর্মের সংস্কার মানে
শ্বেত বস্ত্র পরিধানে,
বলছে- মা হয়েছেন গত।
এভাবে করে জীবিকা নির্বাহ
তাই মিথ্যা বলে অহরহ,
মাতৃ বিয়োগ হচ্ছে অবিরত।


এইসব কুঁড়ের বাচ্চা
সম্মান যাবে তবু আচ্ছা,
গতর না ভাঙবে।
মৃত মায়ের নাম করে
যাত্রীদের পায়ে ধরে
কিছু ভিক্ষা মাংবে।


নয় মিথ্যা রটনা
আর এক দিনের ঘটনা-


শিশু কোলে যুবতী মেয়ে
মোর পানে আছে চেয়ে
হস্ত করি মুক্ত;
বলতে চায়- বাবুমশাই
একটি টাকা সাহায্য চাই
শিশুটা যে অভুক্ত।


ভাবি, গ্রামে-গঞ্জে সর্বত্র আজ
সবার জন্য আছে কাজ
তবুও কেন ভিখারি লোক?
সমাজের এ দুষ্ট ক্ষত
প্রতিনিয়ত দেখব কত!
শীঘ্রই এর নিরাময় হোক।