যুদ্ধ নয় শান্তি চাই
কথাটি সত্য ভারী
মানুষ মোরা; যুদ্ধ বিনা
কেমনে থাকতে পারি?


যত না যুদ্ধ প্রকৃতি কিংবা
শত্রু পক্ষের সঙ্গে,
ততোধিক যুদ্ধ মনের সাথে
যে থাকে মোদের অঙ্গে।


একটু আলগা পেলেই মন
প্রবল বেগে ছোটে,
কুচিন্তার আবর্জনা সব
মাথায় এসে জোটে।


কি যে সে চায় আর
কি পেলে হয় তুষ্ট,
কোন কথায় সে আহ্লাদি
কোন কথায় হয় রুষ্ট।


কামিনী কাঞ্চন ঢের পেলেও
মন ভরে না তাতে
যত পায় সে তত চায়-
যা ভাবেনি কল্পনাতে।


দেশ বিদেশের পথে ঘাটে
যেথায় যত লোক
হৃদয় ঘেঁটে দেখি সবার
একই প্রকার শোক।


অশান্ত এই মনের সাথে
যুদ্ধের অন্ত নাই
বলতে পারো কোথায় গেলে
শান্তি খুঁজে পাই?
    ******
    ******
বুঝেছি সত্য আজ -
শান্তি পাবে তারা,
প্রলোভনের এই দুনিয়ায়
জিতেন্দ্রিয় যারা।