সেদিন পাড়ার কেষ্ট খুড়ো
ইয়ঙ ছেলেদের কাছে
বললেন গিয়ে -ওরে শুনবি নাকি?
এক দারুণ গল্প আছে।


ছেলেরা কয় -বলুন খুড়ো
গল্পটা কি শুনতে চাই,
রকে বসে দিচ্ছি আড্ডা
কাজ-কর্ম তো কিছুই নাই।


খুড়ো বলেন-মন দিয়ে শোন
গল্প করছি শুরু-
তোদের মতো এক ছেলে ছিল
নাম ছিল তার নুরু।


গরিবের ছেলে বুদ্ধি ভালো
সায়েন্স নিয়ে পড়ত,
গভীর রাতে একাকী বসে
লেখা-লেখি সে করত।


বলত- বড় বিজ্ঞানী হব
জুটবে খ্যাতি কত,
আবিষ্কারের পর আবিষ্কার-
চলবে অবিরত।


তারপর তার কি যে হল
কি জানি কি করে
সব প্ল্যান তার ভেস্তে গেল
প্রেমের ফাঁদে পরে।


প্রিয়ার কথা ভাবতো সদাই
রকে দিত আড্ডা,
পড়াশুনাতে অবহেলা হেতু
পরীক্ষায় দিল গাড্ডা।


সময় যত নষ্ট হল
প্রিয়ার পিছনে ছুটে
নুরু বেচারা গোল্লায় গেল
তার স্বপ্ন গেল টুটে।