আমরা জলের কচুরিপানা
জলাশয়ে দিই গো হানা,
স্রোতের জলে যাই গো বয়ে
জলের ঢেউয়ে দুলি,
দলে দলে ঘুরে বেড়াই
বিদ্বেষ ভাব ভুলি।


মোদের ফুলের বাহার খানা,
ছেলে বুড়ো সবার জানা।
ঊর্ধ্ব পানে তাকিয়ে মোরা
তাই তো শুধু ভাবি
'ক্ষুদ্র মোরা তুচ্ছ নই'
আছে বাঁচার দাবি।


এই জলাশয় ছেড়ে উঠতে মানা
তাই বলে কি কাদব? না-না
মোদের জীবন সুখের জীবন
দুঃখ এথা নাই,
আনন্দ আর চলার মাঝে
আমরা বাঁচতে চাই।