গতরাত থেকে চোখে ঘুম নেই,
মরশুম নেই ভালো থাকার
বোম বারুদের কেনা রক্তে ,
সেনা গর্তের ছবি আঁকা।


এই শৈশব পোড়া দাবানল,
ঘেরা জঞ্জাল ব্যারিকেডে।
গাড়িঘোড়াদের চাকা নিঃশ্চুপ,
ফাঁকা রঙ আজ প্যারাপিডে।


শব হাসি'দের চোখে জমা জল,
চায় কোলাহল হতে মুক্ত।
শব সেনাদের দলাদলিতে,
দেশ রাজারা'ই সংযুক্ত।।
০১-০৩-২২(লেনিনগড়)