কোন আগুনে হাত রেখে আছো প্রিয়?মন পুড়ে যায় ধর্মের দাবানলে।
রঙ মাখা এই উপত্যকার ভাষায়,পোড়া মনকেও মানব জমিন বলে।।
কোন হাহাকারে কান্না এসেছে ঘরে? কাদের দুঃখে ভাত ওঠে নাই মুখে?
থালা ভরা যত প্রতিবাদ রাখা ফ্রিজে। বের করে দেখো, লেখা আছে নাম সুখের।।
কার বুক থেকে সন্তান গেছে ছেড়ে। কার মন্দিরে ধূপ জ্বলে নাই প্রাতে।
তার চোখে দ্যাখো আগামীর রোদ কাঁদে। তার পথ ধরে তারাও জেগেছে রাতে।
কোন মেয়েটার আঁচলে লেগেছে দাগ? লাশ পরে আছে কোন রাস্তার পাশে।
পুরুষ তবুও পতিত হয়নি আজও। নারী গর্ভে পতিতার নাম হাসে।।


রোদ মেখে যারা আলো নিয়ে আসে ঘরে। সুখ খুঁজে ফেরে ধানের নতুন শিষে।
সেই কালি পরা চামড়ার ঘরে ঘরে, লক্ষ্মী দিয়েছে মুঠো মুঠো সুখ এসে।


১১জুন ২০২৩